আগরতলা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ঃ
আগরতলা শহরে চলাচলকারী মিটার অটোরিক্সা ও ই-অটোরিক্সাকে গোলাপী রঙে রাঙানোর সময়সীমা বাড়ালো পরিবহণ দফতর। প্রথমে নির্ধারিত হয়েছিল ২৫ আগস্ট, পরে বাড়ানো হয় ৩১ আগস্ট পর্যন্ত। বৃহস্পতিবার নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গোলাপী রঙ করা বাধ্যতামূলক।
পরিবহণ দফতরের এই সিদ্ধান্ত অনুযায়ী, আগরতলা পুরনিগম এলাকার সব অটোরিক্সার সামনের অংশ গোলাপী রঙে চিহ্নিত করতে হবে। উদ্দেশ্য—শহরের যানজট নিয়ন্ত্রণ, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় অটোগুলোকে বাইরের অটোরিক্সার থেকে আলাদা করে চিহ্নিত করা।
তবে অটোরিক্সা চালকরা জানিয়েছেন, হঠাৎ এই নির্দেশে তারা দিশেহারা। তাদের অভিযোগ, আগে মিটার বসাতে ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হয়েছে, এখনও সেই টাকা ওঠেনি। এবার আবার দেড় থেকে দুই হাজার টাকা ব্যয় করতে হচ্ছে রঙ করানোর জন্য। ইউনিয়ন বা সরকার এই খরচ বহন করছে না, সবটাই অটোরিক্সা চালকদের নিজের টাকায় করতে হচ্ছে।
শহরের পরিবহণ ব্যবসায়ীদের পক্ষ থেকেও সময় বাড়ানোর দাবি তোলা হয়েছিল। তারা যুক্তি দেন, অল্প সময়ের মধ্যে এত সংখ্যক অটোরিক্সাতে একসাথে রঙ করানো সম্ভব নয়। এবার সেই দাবি মেনে সময়সীমা বাড়ানো হয়েছে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধা, নির্ধারিত জোন ও পার্কিং ব্যবস্থাপনা নিশ্চিত করার স্বার্থেই গোলাপী রঙের এই নিয়ম চালু হয়েছে। এর ফলে বাইরে থেকে আসা অটোরিক্সাগুলো সহজে চেনা যাবে এবং শহরের ট্রাফিক ব্যবস্থাপনাও সহজ হবে।