আগরতলা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় বেকারত্বের হার গত ছয় বছরে ধারাবাহিকভাবে কমেছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের আওতাধীন পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে অনুযায়ী, ২০১৮-১৯ সালে রাজ্যের বেকারত্বের হার ছিল ১০ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবর্ষে নেমে দাঁড়িয়েছে মাত্র ১.৭ শতাংশে। উল্লেখযোগ্যভাবে, এই সময়ে জাতীয় গড় ছিল ৩.২ শতাংশ, অর্থাৎ ত্রিপুরা ধারাবাহিকভাবে জাতীয় গড়ের নিচে রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে এ পর্যন্ত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ১৯,৮১০ জন চাকরি পেয়েছেন। এর মধ্যে ৪,৪১৭ জনকে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা, জেআএবিটি এর মাধ্যমে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন নিয়মিত পরীক্ষা নিয়ে বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণ করছে। সম্প্রতি শিক্ষক নিয়োগ বোর্ড ৭০০ স্নাতক শিক্ষক পদের বিজ্ঞপ্তিও জারি করেছে।
সরকারি চাকরির পাশাপাশি বিকল্প কর্মসংস্থান তৈরিতেও জোর দেওয়া হয়েছে। ২০১৮-১৯ থেকে ২০২৪-২৫ পর্যন্ত জাতীয় ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় মোট ১০২টি চাকরি মেলা আয়োজন করা হয়েছে, যেখানে ২,২৩১ জন প্রার্থী বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন। এছাড়াও, এনসিএস পোর্টালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ৭,০১০ জন যুবক ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন।
জেলা কর্মসংস্থান দপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষাগত যোগ্যতা জানিয়ে যেকোনো যুবক চাকরির জন্য নাম নথিভুক্ত করতে পারেন। রাজ্যের বেকারত্ব কমানোর পাশাপাশি চাকরির সুযোগ বাড়াতে সরকারের পদক্ষেপে ইতিবাচক সাড়া মিলছে।