আগরতলা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও বর্তমান তেলেঙ্গানার রাজ্যপাল যীষ্ণু দেববর্মণের ছেলে প্রতীক দেববর্মণ অবশেষে থানায় আত্মসমর্পণ করলেন। মঙ্গলবার তাঁর সঙ্গে আরও তিনজন—অজয় রায়, রজত দাস ও পার্থসারথি চৌধুরী এনসিসি থানায় হাজিরা দেন। চারজনকেই ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি দেয় পুলিশ।
সোমবার রাতে বিধায়ক আবাসে তিপ্রামথার বিধায়ক ফিলিপ কুমার রিয়াংয়ের উপর হামলার অভিযোগ ওঠার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছিল। ফিলিপ রিয়াং মঙ্গলবার সকালে থানায় গিয়ে প্রতীক দেববর্মণসহ চারজনের নামে মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ৩২৯(৩), ৩৫১(৩) ও ৩(৫) ধারায় মামলা রুজু হয়েছে। তবে সব ধারাই জামিনযোগ্য হওয়ায় তারা জামিন পেয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে নয়টা নাগাদ বিধায়ক আবাসে প্রতীক দেববর্মণ ও ফিলিপ রিয়াংয়ের মধ্যে তুমুল বচসা হয়। অভিযোগ, ফিলিপের মন্তব্য ঘিরে প্রতীক তাঁকে হুমকি দেন। ঘটনার পর পরই বিষয়টি এসএসসি থানায় জানান বিধায় ফিলিপ কুমার রিয়াং। ঘটনার পরদিন মঙ্গলবার ঘটনাটি নিয়ে তিপ্রামথা দলের বিধায়করা মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে দেখা করে অভিযোগ জানান। এরপরই এনসিসি থানা লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং।