আগরতলা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ঃ
চেক জালিয়াতি করে আগরতলা পুর নিগমের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬ কোটি টাকা হাফিজ করে নিল একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার ব্যাংক সূত্রে এই ঘটনাটি প্রকাশে আসে। আগরতলা পুর নিগম সূত্রে জানা গেছে আগরতলায় ইউকো ব্যাংকে পুর নিগমের একটি অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে ১৬ কোটি টাকার কোন হিসাব পাওয়া যাচ্ছে না। প্রাথমিক তদন্তে জানা যায় প্রতারকরা একটি চেক জালিয়াতি করে এই টাকা তুলে নিয়েছে। এর পরের ঘটনার বিস্তারিত জানিয়ে পূর্ব আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আগরতলা পুর নিগম। পুলিশ সূত্রে জানা গেছে, জালিয়াতির জন্য ব্যবহার করা হয়েছে একটি ‘ক্লোন চেক’।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হায়দ্রাবাদ-ভিত্তিক একটি চক্র এই বিপুল অঙ্কের অর্থ তুলে নিয়েছে নিগমেত সরকারি অ্যাকাউন্ট থেকে। ঘটনার পরই পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই প্রশাসন এবং শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে এবং জালিয়াতি চক্রকে ধরতে আন্তঃরাজ্য স্তরে তল্লাশি চালানো হচ্ছে।
মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কর্মকর্তারা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছেন।