আগরতলা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ঃ
জাতীয় ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক ২০২৫-এর তালিকায় শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেল না ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এই অনুপস্থিতি শিক্ষামহলে হতাশা তৈরি করেছে এবং প্রতিষ্ঠানটির কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
এবারের র্যাঙ্কিংয়ে আইআইটি মাদ্রাজ, আইআইএসসি বেঙ্গালুরু, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় শীর্ষ স্থানে থাকলেও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নাম প্রথম ১০০-র মধ্যেও নেই। বরং এটি ১০১–১৫০ এবং ১৫১–২০০ ব্যান্ডে নেমে গেছে।
অভ্যন্তরীণ সূত্র ও শিক্ষামহলের দাবি, প্রাক্তন উপাচার্য প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসাইন এবং বর্তমান রেজিস্ট্রার ড. দীপক শর্মার আমলে অনিয়ম ও প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে গবেষণা, শিক্ষার মান এবং স্বচ্ছতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক জ্যেষ্ঠ অধ্যাপক নাম প্রকাশে অনিচ্ছুক থেকে অভিযোগ করেন—“ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে সর্বক্ষেত্রে লুট করা হয়েছে, হোক তা একাডেমিক সততা, অবকাঠামো উন্নয়ন কিংবা আর্থিক শৃঙ্খলা।”
বিশ্ববিদ্যালয়ের এই দুর্বল পারফরম্যান্স শুধু প্রতিষ্ঠানটির ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করেনি, বরং উচ্চশিক্ষা ও গবেষণার জন্য নির্ভরশীল হাজারো ছাত্রছাত্রীদের ভবিষ্যতকেও অনিশ্চিত করে তুলেছে।
এনআইআরএফ ২০২৫-এর র্যাঙ্কিং প্রকাশের পর শিক্ষামহল মনে করছে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এই অবস্থান সতর্কবার্তা—শাসনব্যবস্থা, জবাবদিহিতা ও একাডেমিক উৎকর্ষে অবিলম্বে বড় ধরনের সংস্কার প্রয়োজন।