আগরতলা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় সরকারের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, প্রতি ১,০০০ জীবিত শিশুর মধ্যে রাজ্যে মৃত্যুহার নেমে এসেছে ১৫-তে, যেখানে জাতীয় গড় ২৫। এই সাফল্যের ফলে ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে অন্যতম অগ্রগণ্য স্থানে উঠে এসেছে।
রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত সেপ্টেম্বর ২০২৫-এর স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম বুলেটিন জানাচ্ছে, আসামে এই হার ৩০, মেঘালয়ে ৩৪ এবং অরুণাচল প্রদেশে ২০। ত্রিপুরার ইতিহাসে এবারই সর্বনিম্ন শিশু মৃত্যুহার রেকর্ড করা হলো।
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা এই অর্জনকে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য খাতে ধারাবাহিক প্রচেষ্টা এবং স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রমের ফল বলে উল্লেখ করেছেন। তিনি জানান, প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী সেবা, শিশু টিকাদান কর্মসূচি, পুষ্টি ব্যবস্থাপনা এবং হাসপাতাল-ভিত্তিক প্রসবের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার ফলেই এই ইতিবাচক পরিবর্তন সম্ভব হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের মতে, “গত কয়েক বছরে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে হবে।”
ত্রিপুরার এই সাফল্য রাজ্যের স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।