আগরতলা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ঃ
খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। বর্তমান যুব সমাজকে খেলাধুলার সঙ্গে আরও বেশি করে যুক্ত করতে হবে। খেলাধুলা শুধু আনন্দই দেয় না, বরং সুস্থ সমাজ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃহস্পতিবার আগরতলায় নেতাজী সুভাষ আঞ্চলিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ইউনেক্স সানরাইজ নর্থ ইস্ট জোন ইন্টার স্টেট জোনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এর উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারও খেলাধুলার প্রসারে একাধিক পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে ৮টি সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ, অত্যাধুনিক সুইমিং পুল, উমাকান্ত স্টেডিয়ামে সিন্থেটিক টার্ফ ও ফ্লাড লাইট ব্যবস্থা, ৫০টি ওপেন জিমনাসিয়াম এবং বাধারঘাটে ২০০ শয্যাবিশিষ্ট স্পোর্টস হোস্টেল তৈরি করা হয়েছে।
রাজ্যের খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্যের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বলেও তিনি গর্ব প্রকাশ করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখারও আহ্বান জানান। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য থেকে জুনিয়র ও সিনিয়র মিলিয়ে মোট ২১৬ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।