আগরতলা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ঃ
দেশের নতুন জিএসটি কাঠামো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের স্বপ্ন ঘোষণা করেছিলেন, যা আজ বাস্তবায়িত হচ্ছে।
মুখ্যমন্ত্রী জানান, জিএসটি কাউন্সিলের অনুমোদিত এই ঐতিহাসিক সংস্কারের মূল উদ্দেশ্য হলো করের হার সহজ করা, অনুগমন প্রক্রিয়ার জটিলতা কমানো এবং নাগরিক ও ব্যবসায়ীদের জীবনকে আরও সহজ করা।
তিনি আরও বলেন, এই সংস্কার কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, মহিলা, যুবসমাজ ও উদ্যোক্তাসহ সমাজের প্রতিটি অংশের জন্য সুফল বয়ে আনবে। মুখ্যমন্ত্রীর মতে, এটি “ইজি অফ লিভিং” ও “ইজি অফ ডুয়িং বিজনেস”-এর পথে একটি বড় পদক্ষেপ, যা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।