আগরতলা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ঃ
জাতীয় শিক্ষক দিবসে অসামান্য অবদানের জন্য ত্রিপুরা বিভিন্ন স্কুল ও শিক্ষকদের সম্মান জানাবে রাজ্য সরকার। আগামী ৫ সেপ্টেম্বর, ৬৪তম শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হবে। বৃহস্পতিবার রাজ্য সরকার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ বিদ্যালয় ও শিক্ষকদের তালিকা প্রকাশ করে বিদ্যালয় শিক্ষা দপ্তর। জাতীয় শিক্ষক দিবসে এই বছর রাজ্য সরকারের পুরস্কার পেতে চলছে ধলাই জেলার তিনজন শিক্ষক, শিশু রঞ্জন দাস (প্রধান শিক্ষক, কমলপুর সরকারি ইংরেজি মাধ্যম হাই স্কুল), জয়ন্ত কুমার চাকমা (ইউজিটি, চৌমুনা উচ্চ মাধ্যমিক স্কুল) ও মনোজ কুমার সিনহা (পিজিটি, বামাঞ্চড়া ইংরেজি মাধ্যম হাই স্কুল)—কে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগে রাজ্যের সেরা স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে দুধপুর হাই স্কুল (উনকোটি), কথালিয়া গার্লস হাই স্কুল (সিপাহীজলা), রাজনগর কলোনি হাই স্কুল (দক্ষিণ), পিএম শ্রী নবাগ্রাম হাই স্কুল (পশ্চিম), গোল্ডেন ভ্যালি হাই স্কুল (উত্তর), তেলিয়ামুড়া হাই স্কুল (খোয়াই), পশ্চিম দলুচড়া হাই স্কুল (ধলাই), জননদয় ইংলিশ মিডিয়াম স্কুল (দক্ষিণ), রাধাকিশোর ইনস্টিটিউশন (ঊনকোটি), সুকান্ত অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম হাই স্কুল (পশ্চিম), কিরিট বিক্রম ইনস্টিটিউশন (গোমতী), সাবরুম গার্লস হাই স্কুল (দক্ষিণ), মুংগিয়াবাড়ি হাই স্কুল (খোয়াই), ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল (পশ্চিম), রতন রোয়াজা পাড়া হাই স্কুল (ধলাই), পশ্চিম বোকাফা হাই স্কুল (দক্ষিণ), ভগত সিং ইংলিশ মিডিয়াম হাই স্কুল (দক্ষিণ), নেতাজি সুভাষ মহাবিদ্যালয় (গোমতী) এবং টিটিএএডি পলিটেকনিক ইনস্টিটিউশন (পশ্চিম)। এছাড়াও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের জন্য মনোনীত হয়েছে মেন্দি হাওয়ার হাই স্কুল (ধলাই), বির বিক্রম ইনস্টিটিউশন (উত্তর), রবি গোপাল পাড়া হাই স্কুল (সেপাহিজলা), সরশিমা হাই স্কুল (দক্ষিণ) ও ত্রিপুরা লোকশিক্ষালয় হাই স্কুল (পশ্চিম)।