আগরতলা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ঃ
৬৪ তম জাতীয় শিক্ষক দিবসে জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫-এ ভূষিত হলেন ত্রিপুরার গোমতী জেলার শিক্ষিকা বিদিশা মজুমদার। শিক্ষক দিবস উপলক্ষে শুক্রবার দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি।
বিদিশা মজুমদার ২০১৮ সাল থেকে উদয়পুরের হরিয়ানন্দ ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। নতুন শিক্ষাদান পদ্ধতি প্রয়োগ এবং ছাত্রছাত্রীদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মান প্রদান করা হয়েছে।
এ বছর সারা দেশ থেকে মোট ৬৬ জন শিক্ষক জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বিদ্যালয় পর্যায়ের ৪৫ জন এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ২১ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। উত্তর-পূর্বাঞ্চল থেকে মোট ৯ জন শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ত্রিপুরার বিদিশা মজুমদার ছাড়াও আসামের দেবজিৎ ঘোষ রয়েছেন।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা শিক্ষিকা বিদিশা মজুমদারকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “এটি ত্রিপুরার শিক্ষাক্ষেত্রকে আরও উজ্জ্বল করেছে।”