আগরতলা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় ভুয়া RTO Traffic Chalan অ্যাপের লিংক ব্যবহার করে শুরু হয়েছে নতুন সাইবার প্রতারণা। হোয়াটসঅ্যাপ কিংবা ই-মেইলে আসা এই লিংকে ক্লিক করলেই মুহূর্তের মধ্যে হ্যাক হয়ে যাচ্ছে মোবাইল ফোন। শুধু তাই নয়, একাধিক ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকরা।
সিপাহীজলা জেলার রঘুনাথপুর এলাকার যুবক সুমিত দেবনাথ প্রথম এই প্রতারণার শিকার হন। তিনি জানান, তাঁর হোয়াটসঅ্যাপে “RTO Traffic Chalan” নামে একটি লিংক আসে। তাতে ক্লিক করতেই তাঁর ফোন হ্যাক হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায়। ঘটনার পর তিনি বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, বর্তমানে সিপাহীজলা জেলায় এই প্রতারণা সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। সাধারণ মানুষকে সতর্ক করে পুলিশ বলেছে— কোনো অপরিচিত লিংকে ক্লিক করবেন না, বিশেষ করে RTO Traffic Chalan নামের লিংক থেকে বিরত থাকুন।
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র। প্রতারণা চক্রকে ধরতে ইতিমধ্যেই বিশেষ সাইবার সেল তদন্ত শুরু করেছে। পাশাপাশি, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার কার্যক্রমও জোরদার করা হয়েছে।