আগরতলা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে পাচারের তালিকায় এবার নতুন সংযোজন হল মোবাইলের ডিসপ্লে। সম্প্রতি চীনা পণ্যের উপর আস্থা কমে যাওয়ায় বাংলাদেশে এখন ভারতীয় বাজার থেকে পাচার হওয়া মোবাইল ডিসপ্লের চাহিদা বেড়েছে। এই ডিসপ্লে পাচারের প্রধান করিডোর হয়ে উঠেছে রাজ্যের সীমান্তবর্তী সিপাহীজলা জেলার বিশালগড়, সোনামুড়া মহকুমা ও ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমা এলাকা।
সম্প্রতি সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার কমলাসাগর সীমান্তে বিএসএফের অভিযানে বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে উদ্ধারের পর ঘটনাটি প্রকাশ্যে আসে। বিএসএফ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন সামগ্রীগুলির মধ্যে মোবাইল ডিসপ্লে পাচার করতে দেখা যায় নি। পাচারকারীরা আগরতলার বিভিন্ন মার্কেট থেকে বিপুল পরিমাণ ডিসপ্লে সংগ্রহ করে রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকাগুলি দিয়ে পাচার করতে শুরু করেছে। ৩৯ নম্বর ব্যাটেলিয়নের জি কোম্পানির জওয়ানরা টহল চলাকালীন সীমান্তের তারকাঁটার পাশে ব্যাগ ভর্তি ডিসপ্লে লুকিয়ে রাখা অবস্থায় খুঁজে পান। পরে হিসাব কষে দেখা যায়, উদ্ধারকৃত সামগ্রীর বাজারমূল্য ২২ লক্ষ ২০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
শালবাগানস্থ বিএসএফ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চোরা কারবারিদের গতিবিধির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে।