নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর: সম্মিলিত সাফল্য ও পরিবেশ রক্ষার অঙ্গীকারকে সামনে রেখে আজ ইন্ডিয়া কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত হলো ন্যাশনাল অ্যাওয়ারনেস কনক্লেভ। পজিটিভ বার্তার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান এক ঐতিহাসিক সাফল্যের উদযাপন—মাত্র এক বছরে এক কোটি বৃক্ষরোপণ।
এই কর্মসূচি কেবল সংখ্যা নয়; এটি বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টার প্রতীক, পরিবেশগত ভারসাম্যের পুনঃপ্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্বের পুনর্নিশ্চয়তা। প্রতিটি চারা আমাদের সবুজ ভারতের স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছে।
সম্মেলনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় নারী উদ্যোক্তাদের ভূমিকায়। তারা সিড ব্যাংক স্থাপন, সবুজ ব্যবসা পরিচালনা এবং টেকসই জীবিকা সৃষ্টির মাধ্যমে নিজেদের সমাজে অর্থনৈতিক স্তম্ভে পরিণত হয়েছেন। একইসঙ্গে, তারা পরিবেশ রক্ষার অভিভাবক হিসেবেও অনন্য উদাহরণ স্থাপন করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা—ড. আয়নজিত সেন, প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষক ও অধ্যাপক; ড. পরিমল কান্তি মণ্ডল, জাতীয় নেতা ও নীতিনির্ধারক; শ্রী সন্দীপ ভারমা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব; মি. বৈভব পরাশর, Versol Solutions-এর ডিরেক্টর; আরজে আরতি মালহোত্রা, পরিচালক, গোল্ডেন স্প্যারোস; ড. তিলক তানওয়ার, Skald Consulting-এর ডিরেক্টর; ড. সুরেশ সিংভি, সহ-পরিচালক, স্যার গঙ্গা রাম হাসপাতাল; মি. এস.এইচ. শামস, গ্রুপ এডিটর, মিসাইল এক্সপ্রেস; মিস আরতি রাই, সিনিয়র টিভি সাংবাদিক; অ্যাডভোকেট মোহাম্মদ ইরশাদ আহমদ, সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট; ড. মোঃ আফসার, সিনিয়র সাংবাদিক ও গবেষক; মি. মুকেশ কৌশিক, দৈনিক ভাস্করের ব্যুরো প্রধান; এবং মি. আনজারুল বারি, ফ্রিডম প্রেসের সম্পাদক।
‘এক বছরে এক কোটি বৃক্ষরোপণ’ অভিযানে অংশ নিয়েছেন কৃষক, মহিলা উদ্যোক্তা, স্বেচ্ছাসেবক, ছাত্রছাত্রী ও সমাজসেবীরা। এই অংশগ্রহণ কেবল গাছ রোপণ নয়; এটি ঐক্য, সহমর্মিতা এবং তৃণমূলস্তরের উদ্যোগের শক্তিশালী বার্তা দিয়েছে।
চারা লাগানো ও তার যত্ন নেওয়ার মাধ্যমে পজিটিভ বার্তা শুধু পরিবেশ সংরক্ষণেই অবদান রাখেনি, বরং সামাজিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং সম্প্রদায়ের অর্থনৈতিক শক্তিকে দৃঢ় করেছে।
আজকের সম্মেলন ছিল প্রত্যেক স্বেচ্ছাসেবী, কৃষক, শিক্ষার্থী ও সমাজকর্মীকে শ্রদ্ধা জানানোর এক উপলক্ষ—যারা বিশ্বাস করেছেন, পৃথিবীর জন্য ক্ষুদ্র যত্নও বড় পরিবর্তন আনতে পারে।
সম্মেলন শেষে ঘোষণা করা হয় অভিযানের পরবর্তী অধ্যায়ের সূচনা। নতুন স্কুল, প্রতিষ্ঠান ও সম্প্রদায়কে যুক্ত করে এই সবুজ যাত্রা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।