আগরতলা, ৫ সেপ্টেম্বরঃ
রাজ্যে পথকুকুর হত্যার এক নৃশংস ঘটনা সামনে এল। বৃহস্পতিবার রাতে পশ্চিম ত্রিপুরার রানীরবাজার থানার হরিজয় গ্রামে একটি অসহায় কুকুরকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে ক্ষোভ ছড়ায় পশুপ্রেমীদের মধ্যে।
অভিযুক্ত দুই ব্যক্তির নাম ভবেশ সরকার ও অপু ভট্টাচার্য। তাদের বিরুদ্ধে পশুপ্রেমীরা রানীরবাজার, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স ও পশ্চিম আগরতলা থানায় তিনটি পৃথক মামলা দায়ের করেছেন। মামলা দায়ের করেন সামাজিক সংগঠন প সাম, কে নাইন এবং বিশিষ্ট চিকিৎসক রণবীর রায়।
ড. রণবীর রায় বলেন, প্রাণী নির্যাতন প্রতিরোধ আইনের দুর্বলতা এবং সামাজিক সচেতনতার অভাবের কারণেই বারবার এ ধরনের ঘটনা ঘটছে।
এদিকে, ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। তিনি জানান, “এই বর্বরোচিত ঘটনাটি একেবারেই অগ্রহণযোগ্য। দোষীদের বিরুদ্ধে কঠোর ও অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।”
উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরা হাইকোর্ট মন্তব্য করেছে যে, রাজ্যে প্রাণী নির্যাতন প্রতিরোধ আইন যথাযথভাবে কার্যকর হচ্ছে না। একাধিক ঘটনার অভিযুক্ত দ্রুত জামিনে মুক্তি পাওয়ায় আইনের দুর্বলতা আরও স্পষ্ট হচ্ছে। ফলে সচেতন মহলের মতে, রাজ্যে এই আইন কঠোরভাবে প্রয়োগ করা এখন সময়ের দাবি।