আগরতলা, ৬ সেপ্টেম্বর, ২০২৫ঃ
আসন্ন শারদোৎসবকে সামনে রেখে আগরতলা শহরে আধুনিক ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের বিশেষ দায়িত্ব নিয়ে কাজ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শনিবার সচিবালয়ের কনফারেন্স হলে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী জানান, ব্যস্ত সময়ে রাস্তার পাশে গাড়ি থেকে পণ্য ওঠানো-নামানো বন্ধ করতে হবে, গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘ সময় গাড়ি পার্কিং এড়াতে হবে এবং শহরের সরু রাস্তাগুলি সবসময় সচল রাখতে হবে। জনসাধারণের সঙ্গে সদ্ব্যবহার করে সমস্যা সমাধানের পরামর্শ দেন তিনি। এছাড়া শহরে যানজট কমাতে হাইড্রোলিক পার্কিংয়ের ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা নিতে বলেন।
বৈঠকে তিনি শহরের বিভিন্ন রাস্তার পাশে ড্রেন নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন এবং দুর্গাপূজার সময় যেন জনগণকে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি প্রস্তাবিত ডাবল লেন উড়ালপুল প্রকল্প সম্পর্কেও বিস্তারিত পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী।
ট্রাফিক বিভাগের এসপি কান্তা জাঙ্গির শহরের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য পদক্ষেপগুলি মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। মুখ্যসচিব জীবন কুমার সিনহা আধিকারিকদের উন্নয়নমূলক কাজ ও ট্রাফিক ব্যবস্থাপনায় সঠিক পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন।