আগরতলা, ৬ সেপ্টেম্বর, ২০২৫ঃ
রাজ্যের জনজাতিদের চিরাচরিত কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে বলে জানালেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। শনিবার সুপারি বাগানের দশরথ দেব ভবনে ট্রাইবেল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জনজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, পোশাক ও গয়না বিতরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন।
মন্ত্রী জানান, জনজাতিদের ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার ও জীবনধারা সমাজের বৃহত্তর অংশে পৌঁছে দিতে হবে এবং তরুণ প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির প্রতি আরও আগ্রহী করে তুলতে উদ্যোগ নেওয়া জরুরি। তিনি বলেন, মিশ্র সংস্কৃতির বিকাশের মাধ্যমেই রাজ্য আরও সমৃদ্ধ হতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের সচিব কে. শশীকুমার। তিনি বলেন, ত্রিপুরার কৃষ্টি ও সংস্কৃতি রাজ্যের গর্ব এবং তা বিশ্বদরবারেও সমাদৃত। একে আরও বিকশিত করার প্রয়োজন রয়েছে। ইনস্টিটিউটের অধিকর্তা রঞ্জিত দেববর্মা জানান, জনজাতি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি বজায় রাখতে রাজ্যের বিভিন্ন মহকুমায় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে দপ্তরের অধিকর্তা আনন্দহরি জমাতিয়া সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আসা সংস্থার সদস্যদের হাতে বাদ্যযন্ত্র, পোশাক ও গয়না তুলে দেওয়া হয়।