আগরতলা, ৬ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে রাজ্য সরকারের তালবাহানার অভিযোগ তুলল তিপ্রামথা নেতৃত্ব। শনিবার দলের সভাপতি রঞ্জিত দেববর্মা ও প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা এক সাংবাদিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে জানান, ভিলেজ কমিটির নির্বাচন বন্ধ থাকায় এডিসি এলাকার আদিবাসীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
২০২১ সাল থেকে ত্রিপুরা উপজাতি জেলা পরিষদ এলাকায় ভিলেজ কমিটি নির্বাচন বন্ধ রয়েছে। সরকার কখনো করোনা অতিমারি, কখনো রিয়াং শরণার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অজুহাত দেখিয়ে নির্বাচন এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ। যদিও হাইকোর্ট ইতিমধ্যেই অবিলম্বে নির্বাচন করার নির্দেশ দিয়েছিল, কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। বাধ্য হয়ে দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন।
তিপ্রামথা নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের অভাবে ভিলেজ কমিটির প্রশাসনিক কাজকর্ম এখন পঞ্চায়েত সচিবদের হাতে চলে যাচ্ছে, যা আদিবাসীদের জন্য ক্ষতিকর। বৃষকেতু দেববর্মা স্পষ্ট করে বলেন, শরিক দল হিসেবে সরকারে থাকলেও মানুষের সমস্যা নিয়ে মুখ বন্ধ রাখবে না তিপ্রামথা।
প্রদ্যোত কিশোর দেববর্মার দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই রাজ্য সরকারকে চার সপ্তাহের নোটিশ দিয়েছে। দল আশা করছে, এবার সরকার আদালতে জবাব দিয়ে শীঘ্রই নির্বাচন আয়োজন করবে।