আগরতলা, ৬ সেপ্টেম্বর, ২০২৫ঃ
সিএএ বাতিলের দাবি জানালেন বিরোধী দলনেতা ও সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শুধু তাই নয়, ১৯৭১ সালের পর যারা অনুপ্রবেশ করেছেন, তাদের চিহ্নিত করে সরকারি আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
শনিবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভারতের কোনও আইন ধর্মকে ভিত্তি করে নয়, তাই সিএএ বাতিল হওয়া উচিত। একই সঙ্গে বিদেশি চিহ্নিতকরণের ভিত্তি বছর পরিবর্তন করে ২০২৪ সালের ৩১ আগস্ট নির্ধারণের বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিহারে এসআইআর চালুর বিষয়কে শাসকদলের “ভোট বৈতরণী পার হওয়ার চক্রান্ত” বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। পাশাপাশি এনআইএ নিয়েও নতুন করে বিতর্কের ইঙ্গিত দেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, বিএসএফের শিথিল ভূমিকার কারণে দালাল চক্রের সহায়তায় অনুপ্রবেশকারীরা আধার কার্ড, নাগরিকত্বের কাগজপত্র এবং পি.আর.টি.সি হাতিয়ে নিচ্ছে।
রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়ে জিতেন্দ্র চৌধুরী জানান, ১৯৭১ সালের পর অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াই একমাত্র সমাধান।