আগরতলা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ঃ
আগরতলা পুর নিগমের ১৬ কোটি টাকার জালিয়াতি কাণ্ডে আড়াই কোটি টাকা আটক করল পুলিশ। সর্বশেষ আরও সাড়ে তিন কোটি টাকার বেশি ফ্রিজ করা হয়েছে। ফলে দুই দফায় মোট ছয় কোটি টাকা উদ্ধারে সফল হলো পশ্চিম আগরতলা থানার পুলিশ। তবে এখনও প্রায় দশ কোটি টাকা প্রতারকদের হাতে রয়েছে।
সূত্রে জানা যায়, আগরতলা পুর নিগমের ছয়টি নকল চেক ব্যবহার করে মোট ১৬ কোটি ৩৮ লক্ষ ৪৩ হাজার ৩০০ টাকা হাপিস করা হয়েছিল ইউকো ব্যাঙ্কের কামান চৌমুহনী শাখা থেকে। গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে একাধিক চেক জমা দিয়ে টাকা তুলে নেয় প্রতারকরা। এই ঘটনায় ইউকো ব্যাঙ্কের জোনাল অফিসার সঞ্জীব রায় থানায় মামলা দায়ের করেন।
পুর নিগমের মেয়র দীপক মজুমদার শনিবার জানান, ইউকো ব্যাঙ্কের মাসিক রিপোর্টে জালিয়াতির ঘটনা ধরা পড়ে। এর পরেই ব্যাঙ্ককে জানানো হয় এবং মামলা রুজু হয়। তিনি স্পষ্ট করে বলেন, এতে পুর নিগমের কর্মীদের যোগ নেই। হায়দ্রাবাদের একটি সংস্থা এর সঙ্গে জড়িত। একই সঙ্গে পুর নিগম ইউকো ব্যাঙ্ককে চিঠি দিয়ে টাকা ফেরতের দাবি জানিয়েছে।
এদিকে, শনিবার ইউকো ব্যাঙ্কের কামান চৌমুহনী শাখায় ফের তদন্ত চালান পুলিশ। কয়েকজন ব্যাঙ্ক কর্মীকে জিজ্ঞাসাবাদও করা হয়। যদিও কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি, তবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে পুলিশ।