আগরতলা, ৭ সেপ্টেম্বর ২০২৫ঃ
গ্রেটার তিপ্রাল্যান্ডের সাংবিধানিক স্বীকৃতি সহ তিপ্রাসা অ্যাকর্ড এর বাস্তবায়ন এবং অনুপ্রবেশকারীদের বহিষ্কারের দাবিতে ৯ সেপ্টেম্বর থেকে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ আন্দোলন শুরু করতে চলছে তিপ্রামথা। মঙ্গলবার দুপুর ২টা থেকে নয়াদিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দেবেন দলের কর্মী সমর্থকরা। তিপ্রাসা সম্প্রদায়ের ন্যায্য দাবি ও উদ্বেগ জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
বিক্ষোভের প্রধান দাবির মধ্যে রয়েছে— তিপ্রাসা অ্যাকর্ড এর অবিলম্বে বাস্তবায়ন, ত্রিপুরা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বহিষ্কার এবং গ্রেটার তিপ্রাল্যান্ডের সাংবিধানিক স্বীকৃতি ও স্বায়ত্তশাসন।
এই কর্মসূচিতে অংশ নেবেন বরিষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-যুবসমাজ, সমাজকর্মী, সম্প্রদায়ের নেতৃত্ব এবং সাধারণ জনগণ। সবাই একত্রিত হবেন শান্তিপূর্ণ উপায়ে ন্যায়, পরিচয় ও অধিকারের দাবিতে।
এদিকে তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা এই কর্মসূচি উপলক্ষে ৯ই সেপ্টেম্বর রাজ্যজুড়ে মশাল মিছিল ও প্রতিটি গ্রামে হোমচাং বিক্ষোভের ডাক দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয়, এটি তিপ্রাসা জনগণের বিক্ষোভ। তাই যন্তর মন্তরসহ রাজ্যের গ্রামাঞ্চলের বিক্ষোভে কোনো রাজনৈতিক দলের পতাকা বা স্লোগান ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বার্তা দেন— এই বিক্ষোভ আমাদের ডোফা-র জন্য। আমাদের একসঙ্গে, এক হয়ে থাকতে হবে।