আগরতলা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় ১৩ সেপ্টেম্বর বসতে চলছে এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্টসহ রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত চত্বরে একযোগে এই লোক আদালতের আয়োজন করা হবে। মোট ৩৯টি বেঞ্চে সর্বমোট ৩১,৭৮৯টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে।
এর মধ্যে আদালতে জমে থাকা মামলা রয়েছে ২৪,০১৩টি এবং মামলা-পূর্ব বিরোধ সংক্রান্ত মামলা রয়েছে ৬,৭৭৬টি। বিভিন্ন ধরনের মামলার মধ্যে রয়েছে—মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ ২০৩টি, বৈবাহিক বিরোধ ২৪৯টি, ব্যাংক ঋণ পরিশোধ ৫,৫৯৪টি, বিএসএনএলের বিল সংক্রান্ত ১,১৮২টি, আপোষযোগ্য ফৌজদারি বিরোধ (এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট) ২৩,৪৪২টি, চেক বাউন্স (এনআই অ্যাক্ট) ৬৮টি, মানি স্যুট ৮টি, দেওয়ানি মামলা ৩৫টি, বন অধিকার আইন সংক্রান্ত ১টি এবং চাকরিজনিত ৭টি মামলা। এছাড়াও ত্রিপুরা হাইকোর্টের একটি বেঞ্চে ২৪টি মামলা শুনানি ও নিষ্পত্তির জন্য তোলা হবে।
ইতিমধ্যে পক্ষ-বিপক্ষ উভয়কেই নোটিশ দেওয়া হয়েছে এবং অনেকে জেলা ও মহকুমা আইনসেবা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রি-কনসিলিয়েশন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। আদালতে আসা মানুষদের সহযোগিতা করবেন ‘অধিকার মিত্র’-রা।
দ্রুত ও বিনা খরচে মামলা নিষ্পত্তির সুবিধা গ্রহণের জন্য রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে সদস্য-সচিব ঝুমা দত্ত চৌধুরী সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন।