আগরতলা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবার ২১টি কৃষি বাজারকে ই-মার্কেটে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার ধলাই জেলার কুলাইয়ে নবনির্মিত বাজার এবং নোয়াগাঁও গ্রামে গ্রামীণ জ্ঞানকেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এই ঘোষণা করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।
মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে মোট ৫৫৪টি কৃষি বাজার রয়েছে। এর মধ্যে ৮৪টি পাইকারি বাজার এবং ২১টি কৃষি উৎপাদন বাজারকে ধাপে ধাপে ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট এর আওতায় আনা হবে। প্রথম পর্যায়ে সাতটি বাজার — পানিসাগর, পাবিয়াছড়া, কুলাই বাজার, তেলিয়ামুড়া, মোহনপুর, সোনামুড়া ও শান্তিরবাজার অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় পর্যায়ে দশদা, বাছাইবাড়ি, কল্যাণপুর, চম্পকনগর, বিশালগড়, জম্পুইজলা, মেলাঘর, বড়পথারী, নতুন বাজার, গণ্ডা তুইষা ও ছামনু বাজার যুক্ত হবে।
ই-মার্কেট চালুর মাধ্যমে কৃষকরা বাড়িতে বসেই তাঁদের উৎপাদিত পণ্যের ছবি ও পরিমাণ আপলোড করে দেশের বিভিন্ন প্রান্তে সঠিক মূল্যে বিক্রি করতে পারবেন। প্রতিটি বাজারে থাকবে অফিস, নিলাম মঞ্চ, পানীয় জলের ব্যবস্থা, দোকান, ল্যাবরেটরি, গ্রেডিং ও বাছাই ব্যবস্থা, ওজন মাপার সুবিধা এবং গুদামঘর। প্রথম সাতটি বাজার উন্নয়নের জন্য ইতিমধ্যেই কেন্দ্র থেকে ২.১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।