আগরতলা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামোর উদ্বোধন করতে ২২ সেপ্টেম্বর উদয়পুর সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুর তিনটায় প্রসাদ প্রকল্পের আওতায় গড়ে ওঠা এই ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুন পরিকাঠামোর উদ্বোধন শেষে তিনি মন্দিরে পুজো দেবেন এবং সেদিন কোনো জনসভায় ভাষণ দেবেন না—এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
প্রধানমন্ত্রী বিশেষ বিমানে আগরতলা পৌঁছে পালাটানার ওটিপিসি হেলিপ্যাডে নামবেন, সেখান থেকে সড়কপথে জামজুরি, রমেশ চৌমুহনী ও ব্রহ্মাবাড়ি হয়ে মাতাবাড়ি যাবেন। যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।
সফর ঘিরে গোমতী জেলা জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। রমেশ চৌমুহনী থেকে ত্রিপুরেশ্বরী মন্দির পর্যন্ত জাতীয় সড়কের সৌন্দর্যায়ন, রাস্তা দখলমুক্তকরণ, ফাস্টফুড দোকান উচ্ছেদ, বাজার সরানোসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সাজ পাচ্ছে ব্রহ্মাবাড়ি চৌমুহনী ও দক্ষিণমুখী বাসস্টপ, পাশাপাশি নির্মিত হচ্ছে একাধিক স্বাগত তোরণ
পালাটানা ওটিপিসি গ্রাউন্ডে তিনটি হেলিকপ্টারের জন্য হেলিপ্যাড সংস্কার ও সৌন্দর্যায়নের কাজও চলছে। উদয়পুর শহর এখন উৎসবমুখর, প্রধানমন্ত্রী সফর ঘিরে বাড়ছে মানুষের উচ্ছ্বাস ও প্রত্যাশা।