আগরতলা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ঃ
“ভোট চোর গদ্দি ছোড়” স্লোগানকে সামনে রেখে সারা দেশের সাথে ত্রিপুরাতেও শুরু হলো কংগ্রেসের স্বাক্ষর অভিযান কর্মসূচি। সোমবার থেকে রাজ্যের প্রদেশ কংগ্রেস ভবনে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি অভিযোগ করেন, বর্তমান বিজেপি সরকারের সময় নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ঘটছে। বহু ভোটারের নাম ভোটার তালিকায় দ্বৈতভাবে অন্তর্ভুক্ত হয়েছে, আবার অনেকের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এছাড়াও বিপুল সংখ্যক ভোটারের ছবির অসঙ্গতি রয়েছে, যা গণতন্ত্রের জন্য বড় হুমকি।
আশিস সাহা বলেন, “গণতন্ত্র প্রতিটি ভোটের শক্তির উপর দাঁড়িয়ে আছে। সেই ভোট যদি সঠিকভাবে প্রয়োগ না হয়, তবে জনগণের আস্থা ভেঙে পড়বে।” তিনি সাধারণ মানুষকে এই দেশব্যাপী স্বাক্ষর অভিযানে যোগ দিয়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।
রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের এই স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি আসন্ন নির্বাচনের আগে জনগণকে সক্রিয়ভাবে সংগঠিত করার কৌশল। একই সঙ্গে ভোটাধিকার সুরক্ষা নিয়ে জাতীয় পর্যায়ে নতুন করে আলোচনার পরিবেশ তৈরি করবে এই উদ্যোগ।