আগরতলা, ১৬ সেপ্টেম্বরঃ
পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন শহরের নবনির্মিত ‘হ্যাপিয়েস্ট আওয়ার’ বারের লাইসেন্স বাতিল করেছে। প্রশাসনের অভিযোগ, বারটি উদ্বোধনের দিন, ৬ সেপ্টেম্বর রাত ১১টার পরেও মদ পরিবেশন চলছিল এবং অনুমতি ছাড়াই ডিজে ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যা নাইট ক্লাব সংস্কৃতির রূপ নেয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায়ও এসব অনিয়মের প্রমাণ মিলেছে।
এছাড়া বার কর্তৃপক্ষ কর্মীদের তালিকা জমা দেননি এবং শো-কজ নোটিশেরও কোনো জবাব দেননি।
জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, লাইসেন্স নথি, মদের মজুদ, রেকর্ড এবং সিসিটিভি ফুটেজের এনভিআর দ্রুত আবগারি দপ্তরে জমা দিতে হবে। অন্যথায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন, রাজ্য সরকারের আর্বান ডেভেলপমেন্ট ভবনের ছয়তলায় বারটি চালু হওয়ার পর থেকেই শহরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছিল। সাংস্কৃতিক পীঠস্থানের কাছাকাছি মদের বার খোলাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নৈতিকতার প্রশ্নে তুমুল আলোচনা চলছিল। শেষ পর্যন্ত প্রশাসনের পদক্ষেপে ওই বিতর্কিত বারের কার্যক্রম বন্ধ হয়ে গেল।