আগরতলা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরাতেও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এসআইআর শুরু হতে চলেছে। এ জন্য মঙ্গলবার থেকে বুথ লেভেল অফিসার, বিএলও’দের প্রশিক্ষণ শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন।
সম্প্রতি দিল্লীতে দেশের প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, সিইও’দের সাথে বৈঠক করার পর, রাজ্যের সিইও ত্রিপুরায় ফিরে এসে জেলা নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসারদের সঙ্গে বৈঠক করে এসআইআরের প্রস্তুতি ত্বরান্বিত করার নির্দেশ দেন।
এসআইআরের প্রথম ধাপে বিএলওরা ২০০৫ সালের ভোটার তালিকার সাথে ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখবেন। এই ধাপকে বলা হচ্ছে ‘ম্যাপিং’। এই ম্যাপিং প্রক্রিয়ায় দেখা হবে ২০০৫-এর তালিকা থেকে কোন কোন ভোটার বাদ পড়েছেন, মৃত ভোটারদের নাম রয়েছে কি না, ইত্যাদি।
নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গা পূজা শেষ হতেই এসআইআর রাজ্যে পূর্ণোদমে শুরু হবে। বর্তমানে দেশের মধ্যে প্রথম বিহারে এসআইআর কার্যকর হচ্ছে, যা নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং কয়েক দফা শুনানিও শেষ হয়েছে।