আগরতলা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ঃ
রাজ্য সরকার ও কেন্দ্রের যৌথ উদ্যোগে জনজাতির সার্বিক উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে “আদি কর্মযোগী অভিযান” শুরু করা হয়েছে। আজ প্রজ্ঞাভবনে আদি কর্মযোগী অভিযানের রাজ্যস্তরীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং স্টেট প্রসেস ল্যাবের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সরকারি কর্মসূচির শতভাগ সাফল্য সম্ভব নয়।
মুখ্যমন্ত্রী জানান, দেশের প্রান্তিক জনজাতি মানুষের উন্নতি না হলে রাজ্য ও দেশের সার্বিক উন্নতি অর্জন করা সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সরকারি কর্মসূচি বাস্তবায়নে জনগণের অংশগ্রহণকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।
আদি কর্মযোগী অভিযান ১০ জুলাই থেকে শুরু হয়েছে। এর মূল লক্ষ্য হলো জনজাতি অধ্যুষিত প্রান্তিক এলাকায় সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া এবং ২০ লক্ষ জনজাতি চেঞ্জ মেকার তৈরি করা। মুখ্যমন্ত্রী আরও জানান, ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানে ইতিমধ্যেই ৪,০৩৬টি শিবির অনুষ্ঠিত হয়েছে, যেখানে ১২ লাখ ৭০ হাজারের বেশি সুবিধাভোগী উপকৃত হয়েছেন। রাজ্য এই কর্মসূচিতে ৫ বছরের জন্য ৮১ কোটি ৬৯ লক্ষ টাকা বরাদ্দ করেছে।