আগরতলা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি বিশ্বজিৎ পালিতকে স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত করার অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই অনুমোদন প্রদান করেছে। কেন্দ্রীয় বিচার মন্ত্রকের বিজ্ঞপ্তি জারি হলে বিচারপতি পালিত আনুষ্ঠানিকভাবে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন।
বিচারপতি বিশ্বজিৎ পালিত ২০০১ সালে জুডিশিয়াল অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০২৩ সালে তিনি ত্রিপুরা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন।
ত্রিপুরা হাইকোর্টে মোট ৫ জন বিচারপতির আসন রয়েছে। বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতির দায়িত্বে রয়েছেন প্রধান বিচারপতি ড. টি. আমরনাথ গৌড় সহ বিচারপতি এসডি পুরকায়স্থ বিচারপতি বিশ্বজিৎ পালিত।