আগরতলা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ঃ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ, টিটিএএডিসি এর আসন্ন ভিলেজ কাউন্সিল, ভিসি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে তিপ্রামথা। নির্বাচনে শক্ত ঘাঁটি গড়ার লক্ষ্যে দলের পক্ষ থেকে বুথ থেকে ব্লক স্তর পর্যন্ত বহুতলীয় ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই বুথ স্তর, ভিসি স্তর ও টিটিএএডিসি ব্লক স্তরে তিন ধরনের কমিটি গঠিত হয়েছে। পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও দ্রুততর করার জন্য রাজ্যের বিভিন্ন ব্লকে বিশেষ পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকরা হলেন ডলি রিয়াং (ড্যামছড়া–জমুই), রতীশ ত্রিপুরা (মাচমারা),
ফিলিপ কুমার রিয়াং (দাসদা–কাঞ্চনপুর), পল ডাংসু (করামছড়া), রাজেশ্বর দেববর্মা (ছাওমানু),
পূর্ণ চন্দ্র জমাতিয়া (মহারানী–চেল্লাগাং), মানব দেববর্মা (রাইমা ভ্যালি), বিশ্বজিৎ কলাই (নতুনবাজার–মালবাসা), সঞ্জয় মানিক ত্রিপুরা (সিলাচাড়ি–মনুবানকুল)।
জেলা ও ব্লক সভাপতি এবং ফ্রন্টাল সংগঠন ওয়াইটিএফ, টিডব্লিউএফ’কে পর্যবেক্ষকদের পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মাকে আগামী ১৪ অক্টোবরের মধ্যে চূড়ান্ত কমিটি সদস্যদের তালিকা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তিপ্রামথা ভিসি ভোটকে এককভাবে মোকাবিলা করার জন্যই এই সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি দলীয় বৈঠকে প্রদ্যোত কিশোর দেববর্মাও ইঙ্গিত দিয়েছিলেন যে, ভিলেজ কাউন্সিল নির্বাচনে ৫২৭টি আসনেই তিপ্রামথা একাই লড়বে।