আগরতলা, ১৬ সেপ্টেম্বর ২০২৫ঃ
সারা দেশের সঙ্গে রাজ্যেও ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলছে ‘সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযান’। স্বাস্থ্য, পুষ্টি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এই বিশেষ উদ্যোগের ভার্চুয়াল উদ্বোধন হবে আগরতলার জিবিপি হাসপাতাল প্রাঙ্গণ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অভিযান উদ্বোধন করবেন।
এই অভিযানের অঙ্গ হিসেবে দেশজুড়ে এক লক্ষেরও বেশি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে।
ত্রিপুরায় ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ১৫২টি স্বাস্থ্য শিবির, ৭২৩১টি সচেতনতা শিবির এবং ৪০টি রক্তদান শিবির। উদ্বোধনী দিনে জিবিপি হাসপাতালে বিশেষ স্বাস্থ্য শিবির বসবে, যেখানে ১৪টি স্বাস্থ্য পরিষেবা নিয়ে স্টল থাকবে। মেডিসিন, শিশু রোগ, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের জন্য আলাদা স্টল রাখা হয়েছে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে ওপিডি পরিষেবা দেবেন।
অভিযানের আওতায় থাকবে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা, শিশু টিকাকরণ, কিশোর-কিশোরীর স্বাস্থ্য পরিষেবা, ক্যানসার ও যক্ষ্মা স্ক্রিনিং, মানসিক স্বাস্থ্য সচেতনতা, রক্তাল্পতা ও সিকেল সেল এনিমিয়া প্রতিরোধ, আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা, ডিজিটাল হেলথ মিশন পরিষেবা, চোখ-নাক-কান পরীক্ষা, পুষ্টি কর্মসূচি, ইট রাইট মুভমেন্ট, দেহদান ও রক্তদান শিবির সহ নানা কার্যক্রম।