আগরতলা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ঃ
আগরতলা পুর নিগমের কোটি টাকার চেক জালিয়াতি মামলার তদন্তভার তুলে দেওয়া হলো ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর এই আদেশ দিয়েছেন। ইউকো ব্যাঙ্কের আগরতলা কামান চৌমুহনী শাখা থেকে প্রায় ১৬ কোটি টাকার প্রতারণার ঘটনার তদন্তে সিট গঠন করে দিয়েছিল রাজ্য সরকার।
ইতিমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ব্যাংকের ক্যাশিয়ার রামিয়ানি শ্রীময়িকে গ্রেফতার করেছে পুলিশ। তিনদিন পুলিশ জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত মহিলা বর্তমানে জেল হাজতে রয়েছেন।
তদন্তে এপর্যন্ত জানা গেছে, প্রতারকদের কাছ থেকে টাকার বিনিময়ে রামিয়ানি ইচ্ছাকৃতভাবে আরটিজিএস লেনদেনের তথ্য পুর নিগমকে জানাননি। এই কাণ্ডের পেছনে পুর নিগমের এক কর্মী এবং হায়দ্রাবাদ-ভিত্তিক প্রতারক চক্রের হাত রয়েছে বলে পুলিশের দাবি।
বর্তমানে রামিয়ানিকে পশ্চিম আগরতলা মহিলা থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। লোপাট হওয়া অর্থের মধ্যে প্রায় সাত কোটি টাকা ইতিমধ্যে উদ্ধার হয়েছে। বাকি নয় কোটি টাকা এখনও রাজ্যের বাইরে রয়েছে, যা উদ্ধারে একটি বিশেষ টিমকে হায়দ্রাবাদসহ বিভিন্ন জায়গায় পাঠানোর প্রস্তুতি চলছে।