আগরতলা, ১৮ সেপ্টেম্বরঃ
পুজোর আগে শ্রমিকদের বোনাস ও এক্সগ্রেশিয়া মিটিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার রাজধানী আগরতলার রাস্তায় নামল সিআইটিইউ এবং কৃষক মোর্চা। যৌথ উদ্যোগে সংগঠিত হয় বিক্ষোভ মিছিল ও পথসভা।
মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিইউ এর রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শংকর প্রসাদ দত্তসহ কৃষক মোর্চার শীর্ষ নেতৃত্ব। তাঁদের অভিযোগ, ইতিমধ্যেই বিভিন্ন সমক্ষেত্রে শ্রমিকদের বোনাস ও এক্সগ্রেশিয়া উৎসবের কমপক্ষে ১০ দিন পূর্বে মিটিয়ে দেওয়ার জন্য লিখিতভাবে দাবি জানানো হয়েছিল। এমনকি ত্রিপাক্ষিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত অধিকাংশ সমক্ষেত্রেই শ্রমিকরা প্রাপ্য অর্থ পাননি। এই পরিস্থিতিতে শ্রমিকদের ন্যায্য পাওনা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে আজকের এই প্রতিবাদ মিছিল ও পথসভা আয়োজন করা হয়।
নেতৃত্বরা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের প্রাপ্য বোনাস ও এক্সগ্রেশিয়া সময়মতো মিটিয়ে না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে সংগঠন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলেও স্পষ্ট করে দেন সি আই টি ইউ ও কৃষক মোর্চার নেতারা।