আগরতলা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার মৎস্য চাষীদের অন্যতম বড় সমস্যা হলো কৃত্রিম মৎস্য খাদ্যের উচ্চমূল্য এবং সঠিক সময়ে তা সংগ্রহের জটিলতা। কৃত্রিম খাদ্যের দাম প্রতি কেজিতে ১০০ টাকার বেশি হওয়ায় উৎপাদন খরচ অনেকটাই বেড়ে যায়। এই প্রেক্ষাপটে বায়োটেকনোলজি দপ্তর এবং লেম্বুছড়া মৎস্য মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে, সরকারের আর্থিক সহায়তায় উলফিয়া চাষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
ত্রিপুরা বায়োটেকনোলজি দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হলো “বিকল্প মৎস্য খাদ্য উলফিয়া” শীর্ষক কর্মশালা। এর উদ্বোধন করেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা।
উলফিয়া নামক ক্ষুদ্র জলজ উদ্ভিদ বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করলে তা মাত্র সাত দিনে মৎস্য খাদ্য হিসেবে ব্যবহার করা সম্ভব। গবেষণায় দেখা গেছে, উলফিয়া ভিত্তিক খাদ্য মাছের বৃদ্ধি, গুণগত মান ও সার্বিক স্বাস্থ্যের জন্য যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলে। কৃত্রিম খাদ্যের বিকল্প হিসেবে এই প্রকল্প চাষীদের ব্যয় কমিয়ে স্বাবলম্বী করতে পারে।
কর্মশালায় বায়োটেকনোলজি দপ্তরের সচিব, অধিকর্তা, যুগ্ম অধিকর্তা, মৎস্য মহাবিদ্যালয়ের ডিনসহ বিভিন্ন আধিকারিক উপস্থিত ছিলেন।