আগরতলা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা বিধানসভার অষ্টম বর্ষাকালীন অধিবেশন শুক্রবার শুরু হয়েছে। এবার অধিবেশন মাত্র দু’দিনের জন্য বসেছে। বিরোধী দল বিশেষ করে কংগ্রেসের পক্ষ থেকে এদিন অধিবেশনের সীমিত সময় নিয়ে তীব্র আপত্তি তোলা হয়েছে।
বিধায়ক গোপাল চন্দ্র রায় জানান, অধিবেশনের দিন দিন সময় কমিয়ে দেওয়ায় সমস্ত দপ্তর নিয়ে পর্যাপ্ত আলোচনা করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে, সুদীপ রায় বর্মন প্রধানমন্ত্রীর রাজ্য সফরের কারণে সোমবার অধিবেশন বন্ধ রাখার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।
সরকারি পক্ষের দাবি, বিরোধীদের সঙ্গে আলোচনার পরই অধিবেশন দু’দিনের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা এই দাবির জবাব দেন। পরিশেষে পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ জানান, প্রধানমন্ত্রীর রাজ্য সফরের সময় সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন, তাই বিভিন্ন প্রশ্নের জবাব মন্ত্রীরা দিতে পারবেন না।
এদিন বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সরকার পক্ষে তিনটি ধন্যবাদ প্রস্তাব পাস হয়েছে। প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী জানান, রাজ্যের প্রতিটি জেলায় একটি করে গাভী খামার গড়ে তোলা হবে। পশ্চাৎপদ শ্রেণি কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বলেন, গত তিন বছরে ৯৬,৭৯৯ জন ওবিসি ছাত্রছাত্রীকে স্টাইপেন্ড দেওয়া হয়েছে। উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন জানান, মোহনপুর মহকুমার খোয়াই চৌমুহনী এলাকায় ৫০ একর জমি বরাদ্দে একটি ট্রিপল আইটি গড়ে উঠছে। এছাড়া মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, রাজ্যে ৮৬.১৪ শতাংশ পরিবারের বাড়িতে পাইপলাইনে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে।