আগরতলা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা থেকে অনুপ্রবেশকারী বিদেশী নাগরিকদের বিতারণের দাবিতে আগামী ১৩ অক্টোবর রাজ্যে ১২ ঘণ্টার বনধের ডাক দিলেন তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী বিতারণের পাশাপাশি তিপ্রাসা একোর্ড বাস্তবায়নের দাবি তুলেছেন বিধায়ক। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে বিধায়ক রঞ্জিত দেববর্মা দাবি করেন, গত ১৯ মে স্বরাষ্ট্র দপ্তর থেকে এক নির্দেশে দেশের প্রত্যেক রাজ্য সরকারকে নিজ নিজ রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করে তাদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়। নির্দেশ মেনে দেশের অন্যান্য রাজ্যেই প্রক্রিয়া শুরু হলেও ত্রিপুরায় এখনো এই প্রক্রিয়া পুরোপুরি ভাবে চালু হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিতে রাজ্য সরকার গুলিকে প্রত্যেক জেলায় একটি করে টাস্ক ফোর্স গঠন করা সহ ডিটেনশন ক্যাম্প তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি বলেন রাজ্যে শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায় একটি টাক স্পোর্টস গঠন করে দেওয়া হলেও অন্যান্য জেলায় এই ধরনের টাস্ক ফোর্স গঠন করা হয়নি। তাছাড়া এই প্রক্রিয়ায় আটক অনুপ্রবেশকারী বিদেশী নাগরিকদের রাখার জন্য এখনো কোনো ডিটেনশন ক্যাম্পে গড়ে তোলা হয়নি। বিধায়ক রঞ্জিত দেববর্মা এদিন ২০২৪ সালের মার্চ মাসে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে তিপ্রামথা দলের ত্রিপাক্ষিক চুক্তি তিপ্রাসা একোর্ড বাস্তবায়নেরও দাবি তুলেছেন। তিনি অভিযোগ করেন চুক্তির ১৮ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও চুক্তির শর্ত বাস্তবায়নে এখনো কোনো উদ্যোগ নেয়নি রাজ্য সরকার।