আগরতলা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ঃ
রাজস্ব ফাঁকি ও বেআইনি পণ্য পাচার রোধে বড় উদ্যোগ নিল ত্রিপুরা সরকার। রাজ্যের একমাত্র প্রবেশদ্বার চুরাইবাড়ি শুল্ক গেটে বসানো হচ্ছে অত্যাধুনিক ভেহিকেল এক্স-রে স্ক্যানার। উদ্যোগ নিয়েছে রাজ্য অর্থ দপ্তর। খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
মন্ত্রী জানান, দুটি শক্তিশালী এক্স-রে স্ক্যানার বসানো হবে। একটি স্ক্যানারে রাজ্যমুখী ট্রাক ঢোকার আগে স্ক্যান হবে এবং অপরটিতে বহিঃরাজ্যগামী ট্রাক পরীক্ষা করা হবে। ফলে প্রতিটি ট্রাক বাধ্যতামূলকভাবে বিমানবন্দরের লাগেজের মতো এক্স-রে স্ক্যানিংয়ের আওতায় আসবে।
এই পুরো প্রক্রিয়ার উপর নজরদারি চালাতে আগরতলা রাজ্য সচিবালয়ে খোলা হবে আধুনিক কন্ট্রোল রুম, যা সরাসরি যুক্ত থাকবে স্ক্যানিং মেশিনের সঙ্গে। এখান থেকে পুলিশ, জিএসটি ও অর্থ দপ্তরের আধিকারিকরা রিয়েল-টাইমে পণ্য পরিবহণ পর্যবেক্ষণ করতে পারবেন। সমস্ত তথ্য রেকর্ড আকারে সংরক্ষিতও থাকবে।
অর্থমন্ত্রীর দাবি, এর ফলে নিষিদ্ধ ও অবৈধ পণ্য পাচার বন্ধ হবে, ট্যাক্স ফাঁকি রোধ হবে এবং দুর্নীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এর ফলে রাজ্যের আয় উল্লেখযোগ্য হারে বাড়বে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ত্রিপুরার অর্থনৈতিক ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং রাজস্ব আদায়ে রাজ্যকে দেশের অগ্রণী স্থানে পৌঁছে দিতে পারে।