আগরতলায, ২১ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা থেকে ট্রেনে গাঁজা পাচারের চক্রে এবার গ্রেফতার রেল বিভাগের চারজন অস্থায়ী কর্মচারী। শনিবার রাতে ধর্মনগর রেলস্টেশনে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে জিআরপি থানার পুলিশ।
শনিবার রাতে আগরতলা থেকে দেওঘরের উদ্দেশ্যে রওনা হওয়া দেওঘর এক্সপ্রেস ধর্মনগরে পৌঁছাতেই তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য সাড়ে ৭ লক্ষ টাকা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রেনে ক্যান্টিন পরিষেবার নামে নিযুক্ত কিছু কর্মী আসলে গোপনে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। যাত্রীদের খাবার–দাবার সরবরাহ করার আড়ালে তারা সংগঠিতভাবে গাঁজা পাচারের কাজ চালাত। অভিযানে রেল দপ্তরের ছয়জন অস্থায়ী কর্মচারী প্রিয়াংশু দাস শেখ, চন্দন কুমার সাহা, নিতিশ কুমার, ফয়েজ আলী, মুকেশ কুমার ও সানি কুমারকে আটক করেছে পুলিশ।
এরা বিহার ও পশ্চিমবঙ্গের বাসিন্দা।
ধর্মনগর জিআরপি থানার অফিসার ইনচার্জ উত্তম কলই জানান, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। রবিবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি, এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আগরতলা থেকে সংগৃহীত গাঁজার চালান বহির্বিশ্বে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।