আগরতলা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ঃ
পশ্চিম ত্রিপুরার সিমনা বিধানসভার অন্তর্গত হেজামারা বাজারে রবিবার রাজ্য সরকারের দুই শরিক দল বিজেপি ও তিপ্রামথা সমর্থকদের মধ্যে সংঘর্ষে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনায় বিজেপি জনজাতি মোর্চার প্রদেশ সহ-সভাপতি মঙ্গল দেববর্মা গুরুতরভাবে আহত হন। এছাড়া আরও এক মহিলা ও সংবাদ মাধ্যমের কর্মী কমলকান্তি ত্রিপুরাও গুরুতর আহত হন।
তাদের প্রথমে মোহনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু আশঙ্কাজনক অবস্থার কারণে চিকিৎসকেরা দ্রুত আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। বর্তমানে তাদের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বিজেপি নেতাদের অভিযোগ, সাংসদ বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে হেজামারার কমিউনিটি হলে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার আগেই পরিকল্পিতভাবে হামলা চালায় তিপ্রামথা সমর্থকরা। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে সাংবাদিক কমলকান্তি ত্রিপুরার উপর হামলার ঘটনায় সাংবাদিক মহলে প্রবল ক্ষোভের সঞ্চার হয়েছে।
এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে পুলিশ।