আগরতলা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ঃ
সীমান্ত সুরক্ষা বাহিনী, বিএসএফ এবং কাস্টমস প্রিভেন্টিভ ফোর্সের যৌথ অভিযানে ২০ সেপ্টেম্বর রাত প্রায় সোয়া ১১ টা নাগাদ সিপাহিজেলা জেলার সোনামুরা থানার অন্তর্গত এনসি নগর এলাকা থেকে প্রায় ১.৩৯ কিলোগ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এই স্বর্ণের বাজারমূল্য প্রায় ১.৫৯ কোটি টাকা বলে ধরা হয়েছে।
জানা গেছে, বিএসএফ এর গোকলনগর শাখার সীমান্ত আউটপোস্ট এন সি নগরের টহলদাররা একটি নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে অভিযান শুরু করেন। কাস্টমস প্রিভেন্টিভ ফোর্সের সাথে সমন্বয়ে পরিচালিত এই অভিযানে স্থানীয় এক ভারতীয় গ্রামবাসীর বাড়ি থেকে স্বর্ণের বারগুলি উদ্ধার করা হয়।
এই সাফল্য সীমান্তবর্তী চোরাচালান প্রতিরোধে বিএসএফ ও অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় এবং সহযোগিতার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, অভিযানের সময় কোনও ধরণের সংঘর্ষ হয়নি।
বিএসএফের ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের যৌথ অভিযানগুলি সীমান্তবর্তী অপরাধ, বিশেষ করে বিদেশী বা অবৈধ স্বর্ণ পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।