আগরতলা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন হেমন্ত ভার্মা। সোমবার বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ সচিবালয়ে নবনিযুক্ত চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান।
হেমন্ত ভার্মা এর আগে ছত্তিশগড় রাজ্যের ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন এবং সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি, দিল্লি বিদ্যুৎ বোর্ড এবং বিসিএস রাজধানি পাওয়ার লিমিটেডের উচ্চপদস্থ নেতৃত্বেও অভিজ্ঞতা অর্জন করেছেন।
মন্ত্রী হেমন্ত ভার্মাকে নতুন ভূমিকায় স্বাগত জানিয়ে উল্লেখ করেছেন, তাঁর বিস্তৃত অভিজ্ঞতা ত্রিপুরার বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য সংস্কার এবং গ্রাহকবান্ধব সেবা নিয়ে আসবে। কমিশন গ্রাহকের অভিযোগ বিবেচনা করে নিয়ম-নীতি প্রণয়ন করে এবং বিদ্যুতের ট্যারিফ নির্ধারণের চূড়ান্ত কর্তৃপক্ষ হিসেবে কাজ করে।
ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন হল বিদ্যুতের ট্যারিফ নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ। এটি গ্রাহকের অভিযোগ বিবেচনা করে নিয়ম-নীতি প্রণয়ন করে, যাতে গ্রাহকদের সুবিধা নিশ্চিত করা যায়, এবং সময়ে সময়ে ডিসকম কর্তৃক প্রদত্ত নীতি ও নির্দেশিকার সঙ্গে সমন্বয় রক্ষা করে।