আগরতলা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ঃ
আগরতলায় দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন শোভাযাত্রা মায়ের গমন উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। এর প্রস্তুতি হিসেবে মঙ্গলবার মায়ের গমন উৎসব আয়োজনের এলাকাটি পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি পশ্চিম ত্রিপুরার জেলাশাসক বিশাল কুমার, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও ও কমিশনার শৈলেশ কুমার যাদব, সেন্ট্রাল জোন চেয়ারম্যান রত্না দত্ত, ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ আধিকারিকদের নিয়ে আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয় পর্যন্ত শোভাযাত্রার নির্ধারিত পথ পরিদর্শন করেন এবং এক আলোচনা সভায় অংশ নেন।
মেয়র জানান, বৈঠকে মূলত অনুষ্ঠান আয়োজনের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, এই গমন উৎসবকে ঘিরে কার্নিভালের মতো পরিবেশ তৈরি হবে, যেখানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আসল আকর্ষণ। তাই নিরাপত্তা, যানবাহন চলাচল, আলোকসজ্জা, পরিচ্ছন্নতা ও জল সরবরাহসহ প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে। দুর্গোৎসব শেষে প্রতি বছর মায়ের গমন অনুষ্ঠানে আগরতলায় জমায়েত হয়।