আগরতলা, ২৭ সেপ্টেম্বর ২০২৫ঃ
ত্রিপুরায় দুর্গাপূজার দিনগুলিতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত প্রতিদিনই বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারতীয় আবহাওয়া দফতরের আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে ত্রিপুরার জন্য বিশেষ আবহাওয়া বুলেটিনে এই পূর্বাভাস জানানো হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। একইসঙ্গে আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৫৫ শতাংশ পর্যন্ত থাকতে পারে।
বিশেষ করে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে একাধিক স্থানে বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। ১ অক্টোবর বহু স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং ২ অক্টোবর মাঝারি বৃষ্টি ও বজ্রঝড় অনেক এলাকায় দেখা দিতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, সার্বিকভাবে দুর্গাপূজার সময় রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিদিনই বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে উৎসবের আনন্দ উপভোগের পাশাপাশি মানুষকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।