আগরতলা, ২৬ সেপ্টেম্বর ২০২৫ঃ
বিজয়া দশমী উপলক্ষ্যে ত্রিপুরা সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। আগামী ২ অক্টোবর রাজ্যের ২০টি সরকারি মৎস্য খামার থেকে মোট ৭ হাজার ১০০ কেজি মাছ সরবরাহ করা হবে। ত্রিপুরা মৎস্য উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের দিনে জনসাধারণের সুবিধার্থে ২৩টি বিশেষ মাছ বিক্রয় কেন্দ্র খোলা হবে।
এই বিক্রয় কেন্দ্রগুলিতে সরকারি নায্যমূল্যে কাতলা, রুই, মৃগেল, কারফিউ, সিলভারসহ নানা প্রজাতির মাছ পাওয়া যাবে। মাছ বিক্রির জন্য যেসব কেন্দ্র নির্ধারিত হয়েছে তার মধ্যে রয়েছে— কাঞ্চনপুর, পানিসাগর, গঙ্গানগর, ধর্মনগর, কমলপুর, কুমারঘাট, ফটিকরায়, করমছড়া, খোয়াই, চাকমাঘাট, মান্দাই, লেম্বুছড়া, কলমছড়া, কমলাসাগর, উদয়পুর, ধনীসাগর, আরএম দীঘি, অমরপুর, সাব্রুম এবং মুহুরীপুর।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ত্রিপুরায় মাথাপিছু মাছ ভোগের পরিমাণ ইতিমধ্যেই জাতীয় গড়ের তুলনায় বেশি। রাজ্যে প্রতিবছর প্রায় ৯০ হাজার মেট্রিক টনেরও বেশি মাছ উৎপাদন হয় এবং স্থানীয় বাজারে এর চাহিদাও ব্যাপক। উৎসবের মরশুমে মাছের চাহিদা বেড়ে যায়, তাই সাধারণ মানুষের প্রয়োজন মেটাতে এবং বাজারদর নিয়ন্ত্রণে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।