আগরতলা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ঃ
ত্রিপুরার পর্যটন খাতে অভূতপূর্ব সাফল্য ধরা পড়েছে। দেশের অভ্যন্তরীণ পর্যটনে রাজ্যে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে ৬৪.০৭ শতাংশ। ২০২৪ সালে অভ্যন্তরীণ ভ্রমণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬.০১ লাখে, যেখানে ২০২৩ সালে ছিল মাত্র ৩.৬৬ লাখ।
শুধু দেশীয় পর্যটনই নয়, বিদেশী পর্যটকদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। ২০২৪ সালে বিদেশী পর্যটকের আগমন ৩৬.১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯১ হাজারে পৌঁছেছে। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ৬৭ হাজার।
রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশ্ব পর্যটন দিবসের পরদিন নিজের সামাজিক মাধ্যমে এই তথ্য প্রকাশ করে জানান, উত্তর-পূর্ব ভারতে বিদেশী পর্যটকের আগমনে প্রথম স্থানে রয়েছে সিকিম, আর তার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা।
মন্ত্রী আরও জানান, গত এক বছরে ত্রিপুরার পর্যটন খাতে এই প্রবৃদ্ধি রাজ্যের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং আগামী দিনে পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ত্রিপুরা পর্যটনের এই অগ্রগতি উত্তর-পূর্বে নতুন দিগন্ত খুলে দিচ্ছে।