আগরতলা, ১১ অক্টোবর, ২০২৫ঃ
তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সাম্প্রতিক ত্রিপুরা সফরকে “রাজনৈতিক চিত্রনাট্য” বলে কটাক্ষ করলেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “রাজ্যে আসার মূল উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করা ও সরকারের ভাবমূর্তি নষ্ট করা, কিন্তু রাজ্যবাসী ও বিজেপি কর্মী-সমর্থকরা তাদের সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন।”
তিনি জানান, শিবনগরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার কথায়, “কোনো কর্মী বা নেতার উপর হামলার প্রশ্নই ওঠে না। এমনকি অফিসের একটি চেয়ার বা টেবিলও ভাঙেনি।” তৃণমূল নেতৃত্বের অভিযোগ ও বিমানবন্দরে গাড়ি না পাওয়ার ঘটনাকেও ‘চিত্রনাট্যের অংশ’ বলে আখ্যা দেন তিনি।
সুব্রতবাবু বলেন, “ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কোনো সাংগঠনিক ভিত্তি নেই। রাজ্যবাসী উন্নয়নের পক্ষে, তাই তৃণমূল এখানে কোনোদিনই জমি পাবে না।” তিনি কটাক্ষ করে আরও বলেন, “২০২৬-এ বাংলার মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে। তখন তাদের নেতৃত্বের দল ত্রিপুরায় এসে বিশ্রাম নিতে চাইলে আমরা আশ্রয় দিতে প্রস্তুত।”
সাংবাদিক সম্মেলনে তিনি ত্রিপুরার জনগণ ও বিজেপি কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “তারা তৃণমূলের এই রাজনৈতিক নাটক ব্যর্থ ও প্রত্যাখ্যান করেছেন।”