আগরতলা, ১১ অক্টোবর, ২০২৫ঃ
“রাজ্য ও কেন্দ্রের বর্তমান সরকার প্রকৃত অর্থেই কৃষকবন্ধু সরকার। দেশের কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নের লক্ষ্যে শনিবার জাতীয় পর্যায়ে তিনটি নতুন প্রকল্পের সূচনা হলো। নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পগুলির উদ্বোধন করেন। একই দিনে ত্রিপুরায় রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, কৃষির অগ্রগতি এবং কৃষকদের মানোন্নয়নে এই সরকার সদা সচেষ্ট।” তিনি জানান, আজ চালু হওয়া তিনটি প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এমন অঞ্চলগুলিকে কৃষিতে স্বনির্ভর করে তোলা, যেখানে উৎপাদন ও কৃষিজীবীর সংখ্যা তুলনামূলকভাবে কম।
মুখ্যমন্ত্রী আরও জানান, সারাদেশে ১০০টি জেলা, যার মধ্যে উত্তর ত্রিপুরা জেলাও রয়েছে, এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। প্রকল্পগুলি ২০২৫-২৬ অর্থবছর থেকে ২০৩০-৩১ পর্যন্ত চলবে এবং ১১টি দপ্তর যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ৫৯,৫১৭ জন কৃষক প্রত্যক্ষভাবে উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, “এই প্রকল্পগুলির মাধ্যমে শুধু কৃষি উৎপাদন নয়, কৃষিজাত পণ্যের বাজারজাতকরণ এবং মূল্য সংযোজনের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।” মুখ্যমন্ত্রীর কথায়, “কৃষকই দেশের মেরুদণ্ড, তাদের উন্নয়নের মাধ্যমেই বিকশিত ভারতের স্বপ্ন পূরণ সম্ভব।”