আগরতলা, ১২ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরার রাজধানী আগরতলা এবং পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দর-এর মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। আগামী ২৬ অক্টোবর থেকে এই নতুন রুটে চালু হবে বিমান পরিষেবা।
এই নতুন রুট চালুর ফলে দার্জিলিং, কালিম্পং, সিকিম কিংবা উত্তরবঙ্গের অন্যান্য পাহাড়ি অঞ্চলে বেড়াতে যেতে আর কলকাতা বা গুয়াহাটি ঘুরে যেতে হবে না। সরাসরি আগরতলা থেকে উড়ে যাওয়া যাবে বাগডোগরায়।
বিমানসংস্থা সূত্রে জানা গেছে, ১৮০ আসনের একটি বোয়িং বিমান প্রতিদিন এই রুটে চলাচল করবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বাগডোগরা থেকে আইএক্স ২৯৫৩ নম্বর বিমানটি বিকেল ৪টা ৩০ মিনিটে রওনা হয়ে ৫টা ৪০ মিনিটে আগরতলা পৌঁছবে। অন্যদিকে, আগরতলা থেকে ফিরতি বিমান আইএক্স ২৪৩০ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে উড্ডয়ন করে রাত ৭টা ২০ মিনিটে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবে।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সূত্রে জানা গেছে, এই রুটের টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ভাড়াও সাধারণ যাত্রীদের নাগালের মধ্যেই রাখা হয়েছে।
তবে এই নতুন পরিষেবা চালুর পাশাপাশি সংস্থাটি আগরতলা-গুয়াহাটি রুটে তাদের বিমান পরিষেবা বন্ধ করছে। ২৬ অক্টোবর থেকে কার্যকর হতে চলা শীতকালীন ফ্লাইট সূচিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আগরতলা-গুয়াহাটি রুটের কোনো বিমান থাকবে না।
তবে এই রুটে ইন্ডিগো এবং আকাশ এয়ার-এর বিমান পরিষেবা আগের মতোই চালু থাকবে।