আগরতলা, ১১ অক্টোবর, ২০২৫ঃ
আগরতলার পূর্ব থানাধীন চিত্তরঞ্জন রোডে অবস্থিত প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়ে গত ৭ অক্টোবর সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার চার দিন কেটে গেলেও দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, হামলার দু’দিন পর অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে দলীয় অফিসে হামলা, ভাঙচুর ও নিরাপত্তার ঘাটতির প্রসঙ্গ তুলে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। কিন্তু অভিযোগ দায়েরের পরও দু’দিন কেটে গেলেও কোনো দুষ্কৃতকারীকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
এদিকে, পূর্ব থানার অফিসার ইনচার্জ সুব্রত দেবনাথ শনিবার সন্ধ্যায় জানান যে, পুলিশ ঘটনায় মামলা রেজিস্টার করেছে। পুলিশ জানিয়েছে, এই ধারাগুলি জামিনযোগ্য। তিনি আরও বলেন, “ঘটনায় তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।”
তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের অভিযোগ, “পুলিশ ও প্রশাসনের নীরব ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। হামলাকারীরা রাজনৈতিক ছত্রছায়ায় থেকে যাচ্ছে, তাই এখনো কেউ ধরা পড়েনি।”