আগরতলা, ১২ অক্টোবর, ২০২৫ঃ
দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করল ত্রিপুরা বামফ্রন্ট৷ অভিযোগ, এসআইআরের আড়ালে ভোটার তালিকা থেকে বিরোধী দলের সমর্থকদের নাম বাদ দেওয়ার সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে।
ত্রিপুরাতে বিরোধীদল সিপিএম ও অন্যান্য বাম রাজনৈতিক দলগুলিকে নিয়ে গঠিত বামফ্রন্ট রবিবার এই প্রক্রিয়া তীব্র বিরোধিতা করে। রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম এবং সর্বোপরি বামফ্রন্ট এস আই আরের বিরুদ্ধে সরব হয়েছে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য নরেশ জমাতিয়া বলেছেন, “এস আই আর একটি স্পষ্ট রাজনৈতিক ষড়যন্ত্র, যার উদ্দেশ্য বিজেপি বিরোধী ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া।” তিনি এ প্রসঙ্গে সিএএ-ও উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন।
এছাড়া, রাজ্য বামফ্রন্টও স্পষ্টভাবে এস আই আরের বিরোধিতা করেছে। তাদের দাবি, এটি শুধুমাত্র বিজেপি বিরোধী দলগুলোর সমর্থক ভোটারদের নাম বাদ দেওয়ার একটি ষড়যন্ত্র। পাশাপাশি তারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
রাজ্যের রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এসআইআর ইস্যু শুধু কেন্দ্রের নয়, রাজ্য রাজনীতিতেও তীব্র বিতর্কের ঝড় তুলবে। বিরোধীরা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং গণতান্ত্রিক মান বজায় রাখার জন্য তৎপরতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।