আগরতলা, ১৩ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরার তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা ২০২৮ সালের রাজ্য নির্বাচনে মুখ্যমন্ত্রী পদে একজন তিপ্রাসাকে বসানোর আহ্বান জানিয়েছেন। সোমবার আগরতলার রবীন্দ্রশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত তিপ্রামথা দলের বড় যোগদান কর্মসূচিতে তিনি এই ঘোষণা দেন।
প্রদ্যোত কিশোর সমস্ত জাতীয় রাজনৈতিক দলকে এড়িয়ে রাজ্যের আঞ্চলিক দলগুলোর ঐক্যের ডাক দেন এবং রাজ্যের আদিবাসী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকারের জন্য লড়াই করার আহ্বান জানান। তিনি ত্রিপুরার প্রধান শাসক দল বিজেপিকে সরাসরি আক্রমণ করে বলেন, শাসক দল তিপ্রাসাদের দাবি আটকে রেখে তাদের বিরক্ত করছে এবং রাজনীতিতে এই কৌশল ব্যবহার করছে।
ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপিকে কোনো আসন না দেওয়ার আহ্বান জানিয়ে প্রদ্যোত কিশোর ঘোষণা দেন, তিপ্রামথা দল এককভাবে নির্বাচনে লড়াই করবে। তিনি আরও বলেন, এডিসি এলাকায় কোনও জাতীয় রাজনৈতিক দলকে ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি তিনি আইপিএফটি দলকে তিপ্রামথার সঙ্গে আসার আহ্বান জানান।
প্রদ্যোত কিশোরের এই আহ্বান ও যোগদান কর্মসূচির প্রভাবে ৩১৬ পরিবারের ১২২৩ জন ব্যক্তি বিভিন্ন দল ছেড়ে তিপ্রামথা দলে যোগদান করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি সম্প্রতিকালে রাজ্যে সবচেয়ে বড় রাজনৈতিক যোগদান কর্মসূচি। অনুষ্ঠানের মাধ্যমে প্রদ্যোত কিশোর ত্রিপুরাকে পরিবর্তনের পথে নিয়ে যাওয়ার ডাক দেন।